ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে ডোবায় মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ৪২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চাইনপাড়া কবরস্থান এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেখা রানী রায় (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া কবরস্থান এলাকায় পরিত্যক্ত আলুর গোলার পাশে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশে খবর দেন। নিখোঁজের এক দিন পর তার মরদেহ উদ্ধার করল পুলিশ।

তিনি জৈনসার ইউনিয়নের পূর্ব ভাটিমভোগ গ্রামের বাসিন্দা। নিহত রেখা রাণী দাস (৬৫) ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী।

নিহতের ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘রেখাকে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে পাশের বাড়ির শিহাব (৮) নামে একটি শিশু ডেকে নিয়ে যায়। পরে বোন আর বাড়িতে না ফেরায় রাতেই তার ছেলে মেয়েরা খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে তাকে খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ পাওয়া যায়। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা মরদেহ থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

সিরাজদিখানে ডোবায় মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চাইনপাড়া কবরস্থান এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেখা রানী রায় (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া কবরস্থান এলাকায় পরিত্যক্ত আলুর গোলার পাশে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশে খবর দেন। নিখোঁজের এক দিন পর তার মরদেহ উদ্ধার করল পুলিশ।

তিনি জৈনসার ইউনিয়নের পূর্ব ভাটিমভোগ গ্রামের বাসিন্দা। নিহত রেখা রাণী দাস (৬৫) ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী।

নিহতের ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘রেখাকে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে পাশের বাড়ির শিহাব (৮) নামে একটি শিশু ডেকে নিয়ে যায়। পরে বোন আর বাড়িতে না ফেরায় রাতেই তার ছেলে মেয়েরা খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে তাকে খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ পাওয়া যায়। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা মরদেহ থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।