টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

- আপডেট সময় : ০৩:১৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত রোববার (১৭ ই আগস্ট) সন্ধ্যা ০৭ টার দিকে শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় স্কুলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক টঙ্গী পূর্ব থানার এস আই এস এম মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গুলিসহ রিভলবারটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্নের উদয় হয়েছে। পরিত্যক্ত অবস্থায় মরণাস্ত্র উদ্ধারটি রহস্যময়। নিরাপত্তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনাও রয়েছে। অপরাধ দমনে পুলিশের আরো তৎপরতা বৃদ্ধি করার দাবি স্থানীয়দের।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা ফেলে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।