ত্রিশালে পিবি ফাউন্ডেশন পরিদর্শনে ওসি মনসুর আহমেদ

- আপডেট সময় : ০৬:৩৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ৫৩০ বার পড়া হয়েছে
মোমিন তালুকদার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ‘পিবি ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রতি সপ্তাহে একবেলা খাবার বিতরণ কার্যক্রম চলমান আছে। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (২৪অক্টোবর) দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া মাহফিল ও পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিক্সাচালক ও অসহায় প্রায় তিনশত মানুষদেরকে সাদা ভাত, মুরগির গোশত ও ডাল দিয়ে পেটভরে খাবার খাওয়ানো হয়।
খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, পিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদ, সাংবাদিক মোরশেদ আলম, শাহ্ সুলতান রঞ্জু, আসাদুজ্জামান শাহীন, দৈনিক প্রলয় এর রিপোর্টার মোমিন তালুকদার, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রিপোর্টার শরিফুল ইসলাম, দৈনিক একুশের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর ইসলাম প্রমূখ।