‘চাঁদপুরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন’

- আপডেট সময় : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে পদ্মা ডিপোর ও.টি সাদিয়া অনিক নামের তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের পুরান বাজারের ৫নং ফেরিঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে।
আরও পড়ুন:
- আত্রাই-নাটোর মহাসড়ক যেন মরণ ফাঁদ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
- তেঁতুলিয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম আমন ধান কাটা শুরু, ভাল ফলনে চাষীরা খুশি
খবর পেয়ে ফায়ারসার্ভিস ও কোস্ট গার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।