পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

- আপডেট সময় : ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১১৬ বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম
পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমিনুল ইসলাম কে গ্রেফতার করেছে র্যাব ৪ সিপিসি-৩ মানিকগঞ্জ।ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার ( ২৬ অক্টোবর) রাতে র্যাব-৪ সিপিসি-৩ মানিকগঞ্জ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বঘুটিয়া গ্রামের বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে অন্য আসামিদের সঙ্গে তিনি পালিয়ে যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী আমিনুল ইসলাম ঢাকা মহানগরীর নিউমার্কেট থানার চাঞ্চল্যকর ও বহূল আলোচিত পিলখানায় ৫৭ জন সেনা অফিসার হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ০৬ আগস্ট জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মোগোপনে ছিলেন।
আরও জানা যায়, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর জওয়ানরা তাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে ঘটনার দিন দরবারে তাদের একটি প্রতিনিধি দল উপস্থিত হন। উক্ত দরবারে তাদের প্রতিনিধি দল বিডিআর মহাপরিচালক মহোদয়ের সামনে দাবি উপস্থাপন করলে মহাপরিচালক মহোদয় তাৎক্ষনিকভাবে কিছু দাবি মীমাংসা করার কথা বলে আশ্বাস দেয় এবং বাকিগুলো পরবর্তীতে বিবেচনা করা হবে মর্মে প্রকাশ করেন। অতঃপর কিছু জওয়ান তাদের দেওয়া দাবী সম্পূর্ন মীমাংসা না হওয়ায় মহাপরিচালকের সাথে বাকবিতন্ডা শুরু করে।
আরও পড়ুন
বিএনপি নেতার বাড়িতে হামলা, নেত্রকোণায় যুবলীগ নেতা গ্রেপ্তার
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন গ্রেপ্তার
গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ জন আটক
বাকবিতন্ডার এক পর্যায়ে সিপাহী আমিনুল ইসলাম সহ তার বিপথগামী সহযোগী জওয়ানরা অতর্কিতভাবে দরবারে প্রবেশ করে গোলাগুলি শুরু করে দিনভর ৫৭ জন সেনা অফিসারকে বিভিন্ন বাসা থেকে খুজে খুজে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে। পরে উক্ত ঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা রুজু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে ২০১৩ সালের ৫ নভেম্বরে আসামিকে মৃত্যুদন্ড রায় প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, র্যাব-৪, মানিকগঞ্জ।