মসিকের সাবেক দুই কাউন্সিলরসহ আটক ৩

- আপডেট সময় : ০৪:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১০৩ বার পড়া হয়েছে
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্ব কর্মকর্তাদের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মসিকের দুই কাউন্সিলরসহ ৩জনকে আটক করে।
গত ২৭ অক্টোবর (রবিবার) ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার সদর থানা এলাকার জামান সি হাইটস হোটেলের সামনে থেকে রাত একটার সময় সাবেক কাউন্সিলর উমর ফারুক সাবাস, আবু বক্কর সিদ্দিক সাগর(সাবেক কাউন্সিল), মনির সিকদারকে আটক করে।’
ওসি ডিবি শহিদুল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে উমর ফারুক সাবাস স্বীকার করে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা নামাপাড়া তার বসতবাড়ীতে পাঁচতলা বিল্ডিংয়ে ১টি আগ্নেয়াস্ত্র পিস্তল রক্ষিত আছে। অস্ত্র উদ্ধারে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে সাবেক কাউন্সিলর সাবাসকে মধ্য রাতে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলের নিজ অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে রাখা তার নিজ হাতে বাহির করে দেওয়া ১ টি বিদেশি পিস্তল, ২টি বুলেট ও ১টি ম্যাগাজিন উদ্ধার করি।
গ্রেফতারকৃতরা হলো, ওমর ফারুক সাবাস, দিগার কান্দা নামাপাড়া হাজী সিরাজ আলীর ছেলে, আবু বক্কর সিদ্দিক সাগর,চরকালী বাড়ীর। ৩২ নং ওয়ার্ডের মৃত ইমান আলী ফকিরের ছেলে, মনির শিকদার, মৃত ফরহাদ শিকদারের ছেলে, ৮নং ছোট বাজার নিউ মার্কেট, বর্তমান ঠিকানা বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাওনের ভাড়াটিয়া।
আরও পড়ুন
ত্রিশাল দলিল লেখক সমিতির নির্বাচন: সভাপতি রফিকুল, সম্পাদক জিয়াউর
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সৌরভ এর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় বাবা
কুড়িগ্রামে চুঁই ঝাল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
ডিবি ওসি বলেন, সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগরকে ময়মনসিংহ নগরীর চাঞ্চল্যকর সাগর হত্যা মামলা আটক করা হয়েছে, মনি শিকদার কে আগের নিউজ বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ব্যবস্থা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।