প্লটমালিকের স্ত্রী কে হত্যার অভিযোগ ড্রাইভার ও কেয়ারটেকারের বিরুদ্ধে

- আপডেট সময় : ১১:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ১০ নাম্বার রোডের প্লটমালিকের স্ত্রী মিসেস ফারাহ দিবাকে হত্যার অভিযোগ ড্রাইভার ও কেয়ারটেকারের বিরুদ্ধে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ২ টা ৩০মিনিটে মিরপুর ডিওএইচএস এর ১০ নাম্বার রোডের ১১৪৩ নাম্বার বাসার ৩য় তলায় প্লটমালিক উইং কমাঃ কাজী আব্দুল মতিন (অবঃ) এর স্ত্রী মিসেস ফারাহ দিবা (৬০) কে হাত পা বাধা মৃত অবস্থায় বাসার মেঝেতে পাওয়া যায়।
অভিযুক্ত ড্রাইভার সবুজ (৩৮) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বাসিন্দা। সে ২০২৩ সালে এই বাসায় ৬মাস ডিউটি করেছে পরবর্তীতে গত ১ অক্টোবর পুনরায় নতুনভাবে যোগদান করে। অপরদিকে অভিযুক্ত কেয়ারটেকার মিলন (২৮) কুড়িগ্রামের বাসিন্দা। ৩ মাস যাবৎ ডিউটি করে।
মৃতব্যাক্তির হ্যান্ডব্যাগ হতে তারা ১,৫০,০০০/- টাকা নিয়ে পালিয়ে যায়। উক্ত বাসায় কর্মরত কেয়ারটেকার মিলন এবং ড্রাইভার সবুজের কোন এনআইডিকার্ড বা বিস্তারিত পরিচয় দেয়া ছিলনা।
জানা যায়, প্লটমালিক কাজী আব্দুল মতিন বতর্মানে IUBAT ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। রবিবার সকাল ৮ টা ১৫ মিনিটে মিসেস ফারাহ দিবা এবং প্লটমালিক কাজী আব্দুল মতিন কে নিয়ে ড্রাইভার সবুজ বাসা হতে বের হয়, কাজী আব্দুল মতিন কে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে মিসেস ফারাহ দিবাকে নিয়ে বাসায় ফিরে আসে।
কর্তব্যরত অপর একজন কেয়ারটেকার আমিনুর বলেন, রবিবার ১২ টা ৩০ মিনিটে ম্যাডাম এবং ড্রাইভার লিফ্টযোগে ৩য় তলায় উঠেন। সাথে সাথে সিড়িযোগে হত্যার সাথে জড়িত কেয়ারটেকার মিলন উক্ত বাসায় প্রবেশ করে। উক্ত সময় বাসায় কেউ ছিলনা, স্যারের মেয়ে ফারহানা মতিন অফিসিয়াল কাজে গাজীপুরে ছিলেন।
তিনি আজ দুপুর ১ টা ৪৫ মিনিটে বাসায় প্রবেশকালে আমি তাকে জানাই ড্রাইভার সবুজ এবং কেয়ারটেকার মিলন বাসা থেকে পালিয়েছে বিষয়টি আপনি ম্যাডামকে জানাইয়েন। তিনি রুমে প্রবেশ করতেই দেখেন তার মা হাত পা বাধাঁ অবস্থায় মেঝেতে পড়ে আছেন, তিনি আতংকিত হয়ে নিচে দৌড়ে গিয়ে সবাইকে ডাকতে থাকেন।
আরও পড়ুন
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি: উপদেষ্টা রিজওয়ানা
পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এই বিষয়ে পল্লবী থানার ওসি তদন্ত আদিল হোসেন বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম আমরা অপরাধীদেরকে ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযান অব্যাহত আছে এবং আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আমরা অপরাধীদেরকে গ্রেফতার করতে সক্ষম হব।
বর্তমানে পল্লবী থানা পুলিশ, পিবিআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমূহের প্রতিনিধি, প্রভোষ্ট, র্যাবের প্রতিনিধিগণ বিষয়টি নিয়ে তদন্ত করছেন।