আওয়ামী লীগের নির্বাচনি ভবিষ্যৎ জনগণ নির্ধারণ করবে: আসিফ নজরুল

- আপডেট সময় : ০৪:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা জনগণই নির্ধারণ করবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, এটা এখন আমার বলার স্টেজ না। আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরও ৪০-৫০ হাজার মানুষের অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে এবং এখনও তারা ওইটার পক্ষে কথা বলে, এখনও তাদের নেত্রী ২৮৭ জনকে দেখে নেবে এমন হুমকি দিচ্ছেন (সম্প্রতি ফাঁস হওয়া অডিও যদি সঠিক হয়), যিনি গণহত্যা মামলার আসামি, আমার মনে হয় না এই দেশের মানুষ তাদের বিচারের আগে অ্যাকসেপ্ট করবে।
আরও পড়ুন
সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
সরকারের কোনো ভুল হলে আপনারা প্রকাশ করে দেন: গণমাধ্যমকে স্বরাষ্ট্র উপদেষ্টা
দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
আইন উপদেষ্টা বলেন, এগুলো একটা প্রসেসের ভেতর দিয়ে আসবে। গণহত্যা চালানোর পর যেই দল এখনও সেটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আমাদের এতবড় আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, সুযোগ পেলে মানুষকে দেখে নেওয়ার, হত্যা করার হুমকি দেয়, তাদের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা সেই প্রশ্ন এ দেশের মানুষের কাছে রেখে গেলাম।
তিনি আরও বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে তাদের যে বিচারগুলো আছে, সেগুলোর বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দেখা যাবে, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়।
তিনি বলেন, ‘গণহত্যা চালানোর পরও যে দলের অনুশোচনা নেই, বিচারের আগে আওয়ামী লীগ ও ১৪ দলের জোট নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা জনগণই বিবেচনা করবে।’