সংবাদ শিরোনাম ::
মা-মেয়ে খুনের ঘটনায় তিনজনের ফাঁসির আদেশ

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৩:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইয়াছির আরাফাত এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার সালুটিকর এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫), হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২) ও হাজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি দুর্ধর্ষ একটি ঘটনা। আদালতের এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
আরও পড়ুন
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় তারা ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেন। পরে তারা বাসায় থাকা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত দাশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলর প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামি আমির হোসেন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত উক্ত মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড দেন।