ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাসায় ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে ঘরে ঢুকে মা এবং ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের হাছননগরের এসপি বাংলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। সকালে কাজের মহিলা গিয়ে তাদের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত স্বজনদের জানায়। পরে তারা পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরিদা ও মিনহাজ মা-ছেলে। প্রতিদিনের মতো তারা রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির সামনের গেইট খোলা। ভেতরে গিয়ে দেখেন মাটিতে পড়ে আছে মা ও ছেলের মরদেহ। পরে চিৎকার দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

রংপুরে ধানক্ষেতে মিলল ফ্রিল্যান্সার আলোকচিত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহীতে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

রাজধানীতে বিপুলসংখ্যক মাদকদ্রব্য উদ্ধার আটক ৫

সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। ওই গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে। আসলে এই হত্যাকাণ্ডটি সকালের দিকে ঘটেছে। পারিবারিক কলহের জেরেই মূলত এই হত্যাকাণ্ড। আমরা হত্যার রহস্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে বাসায় ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে ঘরে ঢুকে মা এবং ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের হাছননগরের এসপি বাংলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। সকালে কাজের মহিলা গিয়ে তাদের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত স্বজনদের জানায়। পরে তারা পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরিদা ও মিনহাজ মা-ছেলে। প্রতিদিনের মতো তারা রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির সামনের গেইট খোলা। ভেতরে গিয়ে দেখেন মাটিতে পড়ে আছে মা ও ছেলের মরদেহ। পরে চিৎকার দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

রংপুরে ধানক্ষেতে মিলল ফ্রিল্যান্সার আলোকচিত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহীতে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

রাজধানীতে বিপুলসংখ্যক মাদকদ্রব্য উদ্ধার আটক ৫

সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। ওই গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে। আসলে এই হত্যাকাণ্ডটি সকালের দিকে ঘটেছে। পারিবারিক কলহের জেরেই মূলত এই হত্যাকাণ্ড। আমরা হত্যার রহস্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’