কাউনিয়ায় দিনে-দুপুরে অটোরিকশা চুরি!

- আপডেট সময় : ০২:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১৮৩ বার পড়া হয়েছে
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলার হলদী বাড়ী রেল গেটের নিকটে অভিনব কৌশলে একটি অটোরিকশা চুরি গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টার দিকে।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চর গোকুন্ডা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মোঃ ওমর ফারুক (৩৫) ভাড়া খাটার জন্য তার অটোরিকশাটি নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিস্তা বাস স্টান্ডে আসে। সেখানে আধাবয়সী একজন অপরিচিত ব্যক্তি কাউনিয়া কলেজে যাওয়ার জন্য অটোরিকশা টি ভাড়া করে। কিন্তু ওই যাত্রী তকিপল হাটে পৌঁছে কাউনিয়া কলেজে না গিয়ে অটোরিকশার চালক কে রেল গেটের দিকে যেতে বলে।
তকিপল হাট থেকে রেল গেট পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় রেল গেটের কাছাকাছি গেলে চালক কে অটোরিকশাটি থামাতে বলে এবং দুরে এক ব্যক্তি কে দেখিয়ে দিয়ে তাকে ডেকে আনতে বলেন। অটোরিকশা চালক লোকটিকে ডাকার জন্য গেলে এ সুযোগে যাত্রী বেশি চোর অটোরিকশা টি নিয়ে সটকে পড়েন।
আরও পড়ুন
সুনামগঞ্জে বাসায় ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা
রংপুরে ধানক্ষেতে মিলল ফ্রিল্যান্সার আলোকচিত্রীর মরদেহ উদ্ধার
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন আজ-কালের মধ্যেই
অটোরিকশা চালক ফিরে এসে দেখেন তার অটোরিকশা সহ লোকটি নেই। সে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে। অটোরিকশা চালক জীবিকা নির্বাহের একমাত্র বাহন টি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি এস এম শরিফ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
দৈনিক প্রলয়/এসিএল