শেখ হাসিনাকে ফেরাতে নতুন কৌশল জানালো সরকার

- আপডেট সময় : ০৭:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৮৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে এ তথ্য জনানো হয়।
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে প্রেস উইং জানায়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি না তা সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।’’
এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কার্যকর না থাকায় তার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ না করতে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
শেখ হাসিনার কণ্ঠসদৃশ ফোনালাপ ভাইরাল, যা বলছে অন্তর্বর্তী সরকার
শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান: অ্যাটর্নি জেনারেল
শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তার (সায়মা ওয়াজেদ পুতুল) বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধের অভিযোগ আছে, ফলে তার মাধ্যমে কোন কাজ করার প্রশ্নই আসে না। সরকার চায় বিশ্বস্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করতে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের দিন ভারতে পালিয়ে যান শেখ হাাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন।