গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

- আপডেট সময় : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ১৮৬ বার পড়া হয়েছে
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাত্রি দাশ (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন। রাত্রির স্বামী সুদর্শন পাল দুবাই প্রবাসী।
বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিঝারি ইউনিয়নের কাঞ্চন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত্রি ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর পালপাড়া গ্রামের মধু দাশের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দূর্গা পূজার সময় দেবির সরিরে পা লাগে বিষয় নিয়ে মানসিক চাপে থাকার জেরে গলায় ফাঁস দেন ওই নারী। পরে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ’কে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন
টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
কেন্দুয়ায় রাস্তার পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।