ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ১০৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে যৌতুকের জন্য শিউলি বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধ হত্যার দায়ে স্বামী শাহাজামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদলত। এ সময় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম অভিযুক্তের উপস্থিতিতে আজ বুধবার বেলা ১১টার দিকে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহজামাল (২৫) গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শিউলি বেগমের সঙ্গে শাহজামালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের সময় শিউলির বাবা নজরুল ইসলাম ১৫ হাজার টাকা যৌতুকের মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন।

আরও পড়ুন

সাড়াতলা-বেলতা ব্রিজ নির্মাণ দাবি, জনদুর্ভোগ চরমে

৭ কলেজের শিক্ষার্থীদের ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যানজটে ভোগান্তি

কাউনিয়ায় কৃষি পন্য পরিবহনে এক মাত্র বাহন ঘোড়ার গাড়ী

বাকি পাঁচ হাজার টাকার জন্য নানা সময় শিউলিকে নির্যাতন করেন শাহজামাল ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের জানুয়ারি মাসে ঝগড়ার সময় শিউলিকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন শাহজামাল।

এ ঘটনায় শিউলির বাবা নজরুল ইসলাম গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটি শুনানি শেষে বিচারক শাহ জামালকে মৃত্যুদণ্ড দেন। নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।’

নিউজটি শেয়ার করুন

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:০২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে যৌতুকের জন্য শিউলি বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধ হত্যার দায়ে স্বামী শাহাজামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদলত। এ সময় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম অভিযুক্তের উপস্থিতিতে আজ বুধবার বেলা ১১টার দিকে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহজামাল (২৫) গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শিউলি বেগমের সঙ্গে শাহজামালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের সময় শিউলির বাবা নজরুল ইসলাম ১৫ হাজার টাকা যৌতুকের মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন।

আরও পড়ুন

সাড়াতলা-বেলতা ব্রিজ নির্মাণ দাবি, জনদুর্ভোগ চরমে

৭ কলেজের শিক্ষার্থীদের ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যানজটে ভোগান্তি

কাউনিয়ায় কৃষি পন্য পরিবহনে এক মাত্র বাহন ঘোড়ার গাড়ী

বাকি পাঁচ হাজার টাকার জন্য নানা সময় শিউলিকে নির্যাতন করেন শাহজামাল ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের জানুয়ারি মাসে ঝগড়ার সময় শিউলিকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন শাহজামাল।

এ ঘটনায় শিউলির বাবা নজরুল ইসলাম গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটি শুনানি শেষে বিচারক শাহ জামালকে মৃত্যুদণ্ড দেন। নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।’