সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

- আপডেট সময় : ০৭:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
প্রলয় ডেস্ক
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকে ওএসডি হওয়া ডিজি ড. আবু সালেহ মোস্তফা কামালকে অবিলম্বে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী ও বিচারপতি মুবিনা আসাফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুল জারিসহ এ আদেশ দেন।
রুলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক পদে তার দায়িত্ব পালন কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী দেলোয়ার হোসেন। গত ১১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘ওএসডি হয়েও পদ ছাড়ছেন না সমাজসেবা অধিদপ্তরের ডিজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
- আরো পড়ুন-
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ৯ ব্যাংক হিসাব জব্দ
- কিভাবে এক এলাকায় ৩৬ ইটভাটার ছাড়পত্র দেওয়া হলো: পরিবেশ উপদেষ্টা
- ঢাকা ও এর আশপাশের এলাকায় ৮ গোপন আটককেন্দ্রের খোঁজ পেয়েছে গুম তদন্ত কমিশন
- দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনায় নিয়ে সেলক্ষ্যে কাজ করে যাচ্ছি: দুর্যোগ উপদেষ্টা
পরে ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মুহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. আবু সালেহ মোস্তফা কামালকে ওএসডি করা হয়েছে। এই আদেশের প্রায় এক মাস পরও তা অমান্য করে ডিজি পদে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন এই কর্মকর্তা।