কুড়িগ্রামে চালু হয়েছে বিনা লাভের দোকান

- আপডেট সময় : ১১:৫৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বিনা লাভের সবজি বিক্রি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা। কাঁচা বাজারের উর্ধগতি থেকে কিছুটা স্বস্তি ফেরাতে জেলা প্রশাসকের সহযোগিতায় এমন আয়োজন করেছেন তারা। কুড়িগ্রাম পৌর শহরের উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে সপ্তাহে তিন দিন (রোববার, মঙ্গলবার, শুক্রবার ও বৃহস্পতিবার) বিনা লাভের দোকান বসবে বলে জানিয়েছেন শিক্ষার্থী আব্দুস সালাম রনি।
এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৩ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ৩৬ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ১১২ টাকা, প্রতি পিচ ডিম সাড়ে ১১ টাকা, লাউ প্রতিপিচ ৩৫ টাকা,ফুলকপি প্রতিপিচ ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩৩ টাকা, ও মুলা ৩২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি মূল্যে সবজি পেয়ে দারুণ আনন্দিত অনেকে।
পৌর শহরের পিটিআই পাড়া এলাকার জসিম উদ্দিন বলেন, আজ এখান থেকে সবজি বাজার করলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-৭ টাকা করে কম। বাজার করলে এখান থেকেই এখন বাজার করব।
আরো পড়ুন-
- ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
- ছাত্র আন্দোলন দমনে অর্থায়নকারী সিরাজ চেয়ারম্যান গ্রেপ্তার
- সমস্যায় জর্জরিত রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল
আলমগীর হোসেন,আব্দুর রশিদ রনি ও ফয়সাল নামের শিক্ষার্থীরা জানান, শীতকালীন বিভিন্ন শাক সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু একনো বেশি রয়েছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামে বিক্রি করছি। যাতে সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি পায়।
কৃড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা জানান, বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়।