মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

- আপডেট সময় : ০৫:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
মুক্তাগাছা প্রতিনিধি
আজ সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘‘নতুন বাংলাদেশ’’ গড়ার প্রত্যয়ে আন্তর্জাতিক দৃর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। স্বেচ্ছায় দুর্নীতিবিরোধী শপথের মাধ্যমে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছা এর যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সকাল ৯:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন ও উদ্বোধন করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে র্যালি শুরু হয়ে জেলা পরিষদ ডাকবাংলো মুক্তাগাছায় শেষ হয়। র্যালি পরবর্তী “নতুন বাংলাদেশ” দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দিবসকে কেন্দ্র করে দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা তৈরীর লক্ষ্যে দুর্নীতিবিরোধী শপথ, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, দুর্নীতিকে ডাস্টবিনে নিক্ষেপ খেলা, তথ্য ও পরামর্শ ডেস্ক, তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ শেখানো, দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শনসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম। এছাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি স্বপন কুমার দাস, সনাক, ইয়েস ও এসিজি সদস্য, সরকারী ও বেসরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আরো পড়ুন-
- হরিপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
- কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির মনোনয়ন পত্র বিক্রি
- ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
দৈনিক প্রলয়/এমএআর