কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির মনোনয়ন পত্র বিক্রি

- আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৬১ বার পড়া হয়েছে
জহির রায়হান, কাউনিয়া
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ড কমিটির নির্বাচনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদে অংশ গ্রহনকারী সম্ভাব্য প্রার্থীদের মাঝে রবিবার ও সোমবার মনোনয়ন পত্র বিক্রি করা হয়েছে ।
মনোনয়ন পত্র বিক্রি কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রহিম,আলমগীর চৌধুরী লিটন,বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শাজাহান আলী, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, আহাম্মদ আলী, বালাপাড়া ইউনিয়নের যুগ্ন আহবায়ক মাহবুব আলম, মতিয়ার রহমান প্রমূখ।
বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ও স্বচ্ছ ভাবে কমিটি গঠন করার লক্ষ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদে আগামী ১৫,১৬ ও ১৭ তারিখ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা অনুযায়ী ৮ ও ৯ তারিখ ছিল মনোনয়ন পত্র বিক্রি,১০ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা,১১ ডিসেম্বর যাচাই-বাছাই, ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
তৃণমূল পর্যায়ে নেতা নির্বাচনে ভোটের সিন্ধান্তে কর্মীদের মাঝে সাড়া পড়েছে।
আরো পড়ুন-
- কাউনিয়া রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা
- ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- উখিয়া ঐক্য ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন
দৈনিক প্রলয়/এমএআর