সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে বাসচাপায় প্রাণ গেল পথচারীর

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৬:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
গোয়ালন্দ প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী (৩০) নিহত হয়েছেন। রবিরার (১৫ ডিসেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন নিহত যুবক।এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানাপুলিশ।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল বলেন, বাসচাপায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
ট্যাগস :
গোয়ালন্দে বাসচাপায় প্রাণ গেল পথচারীর