ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খুলনায় নিখোঁজের ৬ দিন পর ছাত্র আন্দোলনের কর্মী উদ্ধার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৩ বার পড়া হয়েছে

কদরুল হাসান। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থী কদরুল হাসানকে পাওয়া গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে নগরের লবণচরা দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত বৃহস্পতিবার কদরুল হাসান নগরের সোনাডাঙ্গার সোনারবাংলা গলির বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। কদরুল নিখোঁজে তার স্ত্রী সাঈদা খাতুন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় দুটি সাধারণ ডায়েরি করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে মসজিদের পাশে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ কদরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ কুমার দাশ বলেন, বুধবার ভোরে নগরের লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গত ৬ দিন তিনি কোথায় কী অবস্থায় ছিলেন, তা এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে তার সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

খুলনায় নিখোঁজের ৬ দিন পর ছাত্র আন্দোলনের কর্মী উদ্ধার

আপডেট সময় : ০১:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থী কদরুল হাসানকে পাওয়া গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে নগরের লবণচরা দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত বৃহস্পতিবার কদরুল হাসান নগরের সোনাডাঙ্গার সোনারবাংলা গলির বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। কদরুল নিখোঁজে তার স্ত্রী সাঈদা খাতুন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় দুটি সাধারণ ডায়েরি করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে মসজিদের পাশে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ কদরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ কুমার দাশ বলেন, বুধবার ভোরে নগরের লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গত ৬ দিন তিনি কোথায় কী অবস্থায় ছিলেন, তা এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে তার সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে।