সংবাদ শিরোনাম ::
কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর অপরাধী চক্রের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মল্লিকপুরে এ ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— নাচোল উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ রানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকার দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছিলেন।
ওসি বলেন, দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।