ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা

সাবেক এমপি পাশা তৃণমূল বিএনপি ছেড়ে মামুনুল হকের দলে যোগদান

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

তৃণমূল বিএনপি ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। সোমবার বেলা ১১টায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসে শাহীনূর পাশার যোগ দেওয়ার সময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহীনূর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় সহসভাপতি পদ থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়নে তিনি সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করে হেরে যান। এর আগে ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ২০০৫ সালের এপ্রিল মাসে আবদুস সামাদ মারা গেলে উপনির্বাচনে আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।

পরবর্তীতে ওই আসনে এমপি হন এম এ মান্নান। এ বিষয়ে শাহীনূর পাশা চৌধুরী বলেন, তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) আমাকে নিতে অপারগ, তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলের টানাপোড়েনের কারণেই দল বদলের সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে।

বাংলাদেশ খেলাফত মজলিসের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা বলেন, শাহীনূর পাশা চৌধুরী আমাদের দলীয় নীতিমালা অনুসরণ করে যোগদানের ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেন। পরে সব নীয়মকানুন মেনেই সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন। বর্তমানে তাকে কোনও পদ দেওয়া হয়নি। একজন সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দলের মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তাকে পদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

 

নিউজটি শেয়ার করুন

সাবেক এমপি পাশা তৃণমূল বিএনপি ছেড়ে মামুনুল হকের দলে যোগদান

আপডেট সময় : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

তৃণমূল বিএনপি ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। সোমবার বেলা ১১টায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসে শাহীনূর পাশার যোগ দেওয়ার সময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহীনূর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জমিয়তে উলামায়ের কেন্দ্রীয় সহসভাপতি পদ থেকে পদত্যাগ করে তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়নে তিনি সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করে হেরে যান। এর আগে ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ২০০৫ সালের এপ্রিল মাসে আবদুস সামাদ মারা গেলে উপনির্বাচনে আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।

পরবর্তীতে ওই আসনে এমপি হন এম এ মান্নান। এ বিষয়ে শাহীনূর পাশা চৌধুরী বলেন, তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) আমাকে নিতে অপারগ, তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলের টানাপোড়েনের কারণেই দল বদলের সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে।

বাংলাদেশ খেলাফত মজলিসের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা বলেন, শাহীনূর পাশা চৌধুরী আমাদের দলীয় নীতিমালা অনুসরণ করে যোগদানের ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেন। পরে সব নীয়মকানুন মেনেই সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন। বর্তমানে তাকে কোনও পদ দেওয়া হয়নি। একজন সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দলের মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তাকে পদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।