ছাত্রদল নেতাকে আটক করে টাকা নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

- আপডেট সময় : ০২:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ৫৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জেলা ছাত্রদলের সাবেক নেতা রুবেল হোসেনকে আটক করে পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ায় বগুড়া সদর থানার অভিযুক্ত এসআই তরিকুল ইসলাম স্বজনদের কাছে ঘুষের টাকা ফেরত দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
স্বজনরা জানান, বগুড়া জেলা ছাত্রদলের ২০১৮ সালের কমিটির নির্বাহী সদস্য রুবেল হোসেন শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের জামিলনগর এলাকায় বসবাস করেন। মঙ্গলবার রাত ৩টার দিকে সদর থানার এসআই তরিকুল ইসলাম বাড়ি থেকে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসেন। বুধবার বিকাল ৫টার দিকে ৫০ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে বগুড়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল বাছেদ বগুড়ার বিএনপি নেতা আবদুল বাছেদ সদর থানায় যান। এসআই তরিকুল তাকে দেখে থানা থেকে সটকে পড়েন।
আবদুল বাছেদ বলেন, পুলিশ দাবি করছে, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সঙ্গে রুবেলের সেলফি থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ সুপার জেদান আল মুসাকে জানানো হয়েছে।তিনি আরও জানান জানান, শুধু এ ঘটনা নয়; বিভিন্ন থানার পুলিশ নিরীহ জনগণকে মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করছে। এসব পুলিশের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান থাকবেন।
আরো পড়ুন-
- ভয়ংকর যেসব মাদকে আসক্ত তিশা টয়া সাফা ও সুনিধি
- ত্রিশালে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার
- ভাঙ্গায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ
এ বিষয়ে অভিযুক্ত এসআই তরিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেলের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছিল। এ কারণে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। পরে যাচাই করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এসআই তরিকুল ইসলামের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়া ও পরে ফেরত দেওয়ার কথা শুনেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার তাকে (এসআই) প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান ঘটনা তদন্ত করবেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক প্রলয এএএস