ধামইরহাটে শ্রমিক দলের উপজেলা ও পৌর কমিটি গঠন

- আপডেট সময় : ০৪:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৫৫ বার পড়া হয়েছে
সহিদুল ইসলাম, ধামইরহাট
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিকদলের উপজেলাসহ প্রতিটি ইউনিয়ন ও পৌর শাখার ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বার) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে এ কমিটি গঠনের আয়োজন করা হয়। এতে উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে মো. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মো. মেহেরুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল লতিফ কে নির্বাচিত করা হয়। এছাড়াও পৌর শ্রমিক দলের সভাপতি পদে আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আবু হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জয়নাল আবেদীন কে নির্বাচিত করা হয়,এসময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপি নেতা সমাজসেবক মো. হানজালা, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাজেদা বেগম, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।