মুকসুদপুরে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

- আপডেট সময় : ০৫:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ৬৫ বার পড়া হয়েছে
শরিফুল রোমান, মুকসুদপুর
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
(২৪ ডিসেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা বিজয় সভাকক্ষে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন মোল্যার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, হাওলাদার মোঃ একরাম, প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল, অচিন্ত কুমার বিশ্বাস, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ লুলু হোসেন মুন্সি, মনিমোহন মন্ডল, মোঃ গোলাম মওলা, সুপার মোঃ ওয়াহিদুজ্জামান, অজিত কুমার বিশ্বাস, সহকারি শিক্ষক নুরুল আলম প্রমূখ।