ফরিদপুরে ডাঃ শাহিন জোয়াদ্দারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ১০৬ বার পড়া হয়েছে
রবিউল হাসান (রাজিব), ফরিদপুর
ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শাহিন জোয়াদ্দারকে হাসপাতালে কর্মরত অবস্থায় হত্যার উদ্দেশ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২:৩০ মিনিটের দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক মোশাররফ হোসেন, মোহাম্মদ হাজ্জাদ, ডাঃ ফারুক আহমেদ। মানববন্ধনে বক্তারা বলেন, ডাঃ শাহিন জোয়াদ্দার শুধুমাত্র ফরিদপুর নন বাংলাদেশের সম্পদ। সন্ত্রাসীরা তার ওপর হামলা করেছে এবং তাকে শারীরিকভাবে আহত করেছে।
বক্তারা বলেন, ডাঃ শাহীন জোয়াদ্দার শুধু ফরিদপুরের নন বাংলাদেশের সম্পদ। অসহায় মানুষের পাশে সব সময় থাকেন তাদের সহযোগিতাও করেন।
এমন একজন ডাক্তারকে আঘাত করা মানে সকল ডাক্তারকে আঘাত করার শামিল। বক্তারা অবিলম্বে তার উপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান। তা না হলে আগামী দিন আরো কঠোর কর্মসুচীর দেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফরিদপুর মেডিকেল কলেজের সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ফরিদপুরবাসি সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।