ফুলবাড়িয়ার রাধাকানাই বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ১৪২ বার পড়া হয়েছে
সেলিম মিয়া, ফুলবাড়িয়া
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌছে দিতে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১১নং রাধাকানাই ইউনিয়নের পলাশতলী আমিরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রাধাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান (জামান মাস্টার)।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন। আরোও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, পুটিজানা ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজি, উপজেলা বিএনপির সদস্য লতিফ চৌধুরী, ভবানীপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হেলিম মাস্টার, কালাদহ ইউনিয়ন বিএনপির নেতা মইনুল ইসলাম সাজু, সাবেক উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম মাস্টার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, বাক্তা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান (খসরু), বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ- দপ্তর সম্পাদক জাহিদ হাসান বিল্লাল, উপজেলা যুব নেতা হারুন অর রশিদ প্রমুখ।
সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন বলেছেন, বিএনপিতে কোন ভাঁওতাবাজি কুচক্রী হাইব্রিড চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসীদের ঠাঁই নেই। হাইব্রিড বিএনপির নেতারা আসছে মাঠে এসে দলের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যা তারেক রহমানের দিকনির্দেশনায় দলের উন্নয়নমূলক কর্মকাণ্ড চলবে। কোন ফ্যাসিষ্টদের জায়গা হবে না বিএনপিতে।