দৈনিক প্রলয়ে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

- আপডেট সময় : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ১৫৯ বার পড়া হয়েছে
আশিক হোসেন, বদলগাছী
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের পাঠ্যবইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ‘বদলগাছীতে বিনামূল্যে বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে গত ১ লা জানুয়ারি প্রিন্ট ও অনলাইনে জাতীয় দৈনিক প্রলয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় স্থানীয় অভিভাবক মহলে ব্যাপক সমালোচনার এক পর্যায়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান সহ আরো দুইজন সহকারী কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১লা জানুয়ারি) বিকেলে সাত-আটজন অভিভাবক দৈনিক প্রলয়কে জানান, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের পাঠ্যবই পেতে শিক্ষার্থীদের টাকা গুনতে হয়েছে। প্রতি সেট বইয়ের জন্য প্রধান শিক্ষক মোসা. লিলি পারভীন ২০০ টাকা পর্যন্ত নিয়েছেন। এমন অভিযোগের পেক্ষিতে এই প্রতিবেদকের তদন্তে উঠে আসে ঘটনার সত্যতা। যা পূর্বের সংবাদে প্রকাশিত হয়েছিল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায় ঐ বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক মহল কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে টাকা নেওয়ার ঘটনায় চাপ সৃষ্টি করলে প্রধান শিক্ষক বাকি শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বই বিতরণ, ভর্তি বা অন্য কোন বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকা নেওয়ার কোন বিধান নেই। তবে স্লিপের অনুদানের জন্য টাকা নেওয়ার কথা ছিলো তবে অনুদান ছাড়া অন্য কোন বিষয়ে টাকা নিয়েছে কিনা তা তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে।
জানতে চাইলে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সানাউল হাবিব বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে থেকে টাকা নেওয়ার কোন বিধান নেই। এ বিষয়ে জানার পর তিনজন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে আগামী দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।