কেরানীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রিনাত ফৌজিয়া

- আপডেট সময় : ০৫:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে
বনি আমিন, কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। শুক্রবার মধ্যরাতে কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্র শ্রেণীর মানুষের মাঝে এই শীতের গরম কাপড় কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী মোঃ শরীফ আহমেদ,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) ভূমি অফিসের নাজির মোঃ খোরশেদ আলম প্রমুখ।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, কয়েকদিন যাবত প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই কনকনে ঠান্ডায় খেটে খাওয়া, দুঃস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছে।
তাই তাদের কথা চিন্তা করে দ্রুত শীতের গরম কাপড় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালাম। তাদেরকে এই প্রচন্ড শীতে গরম কাপড় কম্বল দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।
যতদিন শীত থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে এভাবে শীত বস্ত্র নিয়ে উপস্থিত হব। এদিকে এই কনকনে ঠান্ডায় শীতবস্ত্র কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষেরা অনেক খুশি হয়েছে এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।