সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় আগুনে পুড়ে শিশুসহ মা-বাবার মৃত্যু

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে এক দম্পতি ও তাদের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উত্তর ভাদাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এম এ হাসান বাচ্চু (৫৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও তাদের ৪ বছর বয়সি মেয়ে মোছা. জান্নাতি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ভাদাইলে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।