কেরানীগঞ্জে পিকআপের ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু

- আপডেট সময় : ০৯:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৫ বার পড়া হয়েছে
বনিআমিন, কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় পিকআপের ধাক্কায় সাদ্দাম হোসেন (২৭) নামের আহত এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলের দিকে মারা যান।
সাদ্দাম কেরানীগঞ্জ থানার নিশানবাড়ী এলাকায় থাকতেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মৃত পোশর আলীর ছেলে। সাদ্দামের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোকাররম হোসেন বলেন, ‘আমি আর সাদ্দাম একসাথে ভ্যানে করে বালি ও ইটের খোয়া আনা নেওয়ার কাজ করি। সকালে আমরা ঘাটারচর এলাকা থেকে ইটের খোয়া নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে সাদ্দাম গুরুতর আহত হয়। পরে তাকে ঘাটারচর এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদ্দাম।’ মোকাররম হোসেন আরও বলেন, ‘পিকআপটি গাড়িটি সবজি আনা-নেওয়া করত। আমরা ওই সবজির মহাজনের সাথে যোগাযোগ করেছি এবং তার মৃত্যুর সংবাদও দেওয়া হয়েছে।