নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে নাকাল জনজীবন বাজারে নামলো টাক্স ফোর্স

- আপডেট সময় : ০৯:৩৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা
দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধির কারণে, বাজারে বাজারে হানা দিল টাক্স ফোর্স। নাগেরবাজার ও বাগুইহাটি এলাকায় সরজমিনে দেখতে লাগলো , সঙ্গে ছিল ট্রাক্স ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ও ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
নাগেরবাজার থানা ও বাগুইহাটি থানা পুলিশ আধিকারিকের মূল উদ্দেশ্য, জিনিসপত্রের দাম ক্রেতাদের থেকে ঠিক নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে তারা কথাবার্তা বললেন দোকানদার ও ক্রেতাদের সঙ্গে।
প্রতিনিধিরা জানান, আলু পেঁয়াজ, আদা, রসুন নির্দিষ্ট বর্ধিত দামে বিক্রি করতে হবে, নির্দিষ্ট দামে বিক্রি না করলে দোকানদারদের উপর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারা নেতাদের কাছেও জানিয়েছেন কোন রকম অনিয়ম দেখলেই তাদের সঙ্গে যোগাযোগ করতে।
তারা একের পর এক দোকানে গিয়ে, ক্রেতা ও বিক্রেতার কাছে সমস্ত সবজির দাম জানার চেষ্টা করেন, ক্রেতাদের কাছেও জানতে চাইলেন জিনিসের মূল্য ঠিক দাম নেয়া হচ্ছে কিনা।