সৌদি আরবে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

- আপডেট সময় : ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
মুহাম্মদ আলী, সৌদি আরব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রিয়াদের পাঁচ তারকা হোটেল ডি প্যালেসে সৌদি আরব প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মাসুদ,প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারক,সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অনলাইন সাধারণ সম্পাদক দুলাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা রফিক ভুঁইয়া, আব্দুল আজিজ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বাংলাদেশের আপোষহীন নেত্রী, বাংলাদেশের তিনবারে সাবেক প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশ ত্যাগ করেননি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে রেখেছেন, পাশাপাশি নেতা কর্মীদের সুখে-দুখে তিনি পাশে আছেন। একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন, তারেক রহমান হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে।
যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটুক্তি করছেন তাদের বলব সমস্ত আলোচনা সমালোচনা গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘুয়া কামনা ও মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু আরোগ্যের কামনা করা হয়।