ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাতক্ষীরায় প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দি‌য়ে পি‌টি‌য়ে হত্যা, যুবককে গণপিটুনি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৭ বার পড়া হয়েছে

নিহত চুমকি খাতুন। ছবি: সংগৃহীত

প্রলয় ডেস্ক

সাতক্ষীরায় চুমকি খাতুন নামে এক প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে যুবককে গণপিটুনি দিয়ে র‍্যাবের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চুমকি খাতুন (২০) সদর উপজেলার থানাঘাটা গ্রামের ভ্যানচালক রেজাউল ইসলামের মেয়ে। নিহত চুমকির বাবা রেজাউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে চুমকি গান গাইতে গাইতে খাবার কিনতে বাড়ির পাশের একটি মুদি দোকানে যাচ্ছিল।

এ সময় মাদকাসক্ত যুবক ইলিয়াস হোসেন তাকে মাথার পেছন দিক থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রতিবেশী বাবলুর রহমান বলেন, মাদকাসক্ত হওয়ায় কয়েক মাস আগে ইলিয়াসের বউ তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে চুমকিকে সে প্রায়ই কুপ্রস্তাব দিত। প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষোভে আজ ইলিয়াস চুমকিকে হাতুড়ি দিয়ে আঘাত করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক হেড ইনজুরি হয়েছিল। আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ইলিয়াসসহ তার মা ও বাবাকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দি‌য়ে পি‌টি‌য়ে হত্যা, যুবককে গণপিটুনি

আপডেট সময় : ০৮:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

প্রলয় ডেস্ক

সাতক্ষীরায় চুমকি খাতুন নামে এক প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে যুবককে গণপিটুনি দিয়ে র‍্যাবের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চুমকি খাতুন (২০) সদর উপজেলার থানাঘাটা গ্রামের ভ্যানচালক রেজাউল ইসলামের মেয়ে। নিহত চুমকির বাবা রেজাউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে চুমকি গান গাইতে গাইতে খাবার কিনতে বাড়ির পাশের একটি মুদি দোকানে যাচ্ছিল।

এ সময় মাদকাসক্ত যুবক ইলিয়াস হোসেন তাকে মাথার পেছন দিক থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রতিবেশী বাবলুর রহমান বলেন, মাদকাসক্ত হওয়ায় কয়েক মাস আগে ইলিয়াসের বউ তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে চুমকিকে সে প্রায়ই কুপ্রস্তাব দিত। প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষোভে আজ ইলিয়াস চুমকিকে হাতুড়ি দিয়ে আঘাত করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক হেড ইনজুরি হয়েছিল। আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ইলিয়াসসহ তার মা ও বাবাকে আসামি করা হয়েছে।