সংবাদ শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্ধে ছুরিকাঘাতে একজনের মৃত্যু

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৫:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ১১৪ বার পড়া হয়েছে
আব্দুর রাজ্জাক শাওন, সিলেট
সিলেট ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তুষার চৌধুরী নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাস্থ দলদলি চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত তুষার চৌধুরী (১৯) সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান গ্রুপের কর্মী বলে জানা যায়।
এ ঘটনায় জাবেদ আহমদকে নগরীর আম্বরখানা বড়বাজারের একটি বাসার খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় আটক করেছে পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তুষার চৌধুরী নামের যুবক খুন হয়েছেন। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।