শাজাহানপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

- আপডেট সময় : ০৪:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৬৭ বার পড়া হয়েছে
শাজাহানপুর সংবাদদাতা
বগুররার শাজাহানপুর নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজলকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। কাজল আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের আবু তালেবের ছেলে। বর্তমানে সে দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (দপ্তরি) হিসাবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার ডোমনপুকুর গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশে দেয় এলাকাবাসী।
আটক হবার পূর্বে জনগণের ধাওয়া খেয়ে মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) একটি কক্ষে পলাতক অবস্থায় ছিলেন আরিফুল ইসলাম কাজল। পরে সাধারণ জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
এছাড়া এলাকাবাসীর জানান রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে চাকুরীতে নিয়োগ পাবার পর থেকেই তিনি এবং তার স্ত্রী স্কুলে নিয়মিত যান না বলেও জানান প্রতিবেশিরা।
শাহজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, আরিফুল ইসলাম কাজলকে জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারভূক্ত আসামি। ওই মামলায় সে জামিনে ছিল।