সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ১৭৯ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জানান,ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী এলাকায় হাসিব মোল্লা (১৮) নামে এস এস সি পরীক্ষার্থী নিজ বসত ঘরের সয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার রাত অনুমান ১২ টার পর থেকে হতে রাত ০৩ ঘটিকার মধ্যে যেকোনো সময় এসএসসি পরীক্ষার্থী হাসিব মোল্লা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি চুমুরদী গ্রামের মৃত লিটন মোল্লার পুত্র।
এবিষয়ে নিহতের মা বিউটি বেগম জানান, রাত অনুমান ১২ টার দিকে হাসিব কে লেখাপড়া অবস্থায় দেখতে পেয়ে তার নিজ পক্ষে শুয়ে পড়েন। রাত অনুমান ০৩ টার দিকে ছেলের লেখাপড়ার সাড়াশব্দ না পেয়ে ছেলে রুমে গিয়ে ছেলেকে ও ঘরের টিনের চালের রুয়ার সাথে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন এসে হাসিব কে নিচে নামিয়ে তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যু ঘোষণা করেন।
ভাংগা থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
