উখিয়াতে বন্যার্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করলো জেলা প্রেসক্লাব

- আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ২০১ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে জেলা প্রেসক্লাব।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে উখিয়া উপজেলার হলদিয়া পালং ৯নং ওয়ার্ড এলাকায় পানিবন্দি জনসাধারণের মাঝে এসব খাদ্য উপহার বিতরণ করা হয়।
বিতরণকালে জেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ বেলাল, সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান আল মাহমুদ ও নির্বাহী সদস্য শাহজাহান উপস্থিত ছিলেন।
সভাপতি তৌহিদ বেলাল ও সাধারণ সম্পাদক রফিক মাহমুদ বলেন,”কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রথমে পোকখালী ও পরে উখিয়ার হলদিয়া পালং তেলিপাড়া এলাকায় বন্যা কবলিতদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
এছাড়া বন্যা দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন সহ ক্ষয়ক্ষতি বিষয়ে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে। যেকোনো দুর্যোগময় মুহুর্তে জেলা প্রেসক্লাব সর্বদা কক্সবাজারবাসীর সাথে রয়েছে।”