ত্রিশালে জঙ্গল থেকে মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

- আপডেট সময় : ১০:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ২৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালের ছলিমপুর গ্রামের তরফদার বাড়ির গোঁফেরঘাট জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (৩ জুন ২৫) উপজেলার সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামের নাগেশ্বরী নদীর পাশের জঙ্গলে আনুমানিক দুপুর একটার সময় ফল খেতে যাওয়া শিশুরা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। এতে ভয় পেয়ে চিৎকার চেচামেচি করলে এলাকাবাসীর নজরে আসে। পরে তারা স্থানীয় থানা পুলিশকে অবগত করলে বিকেলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পিবিআই ও সিআইডির একটি টিম।
ঘটনাস্থলের পাশ থেকে এক জোড়া সেন্ডেল, একটি ঘামছা ও ব্ল্যাড উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা স্থানীয় তোফাজ্জল, রফিকুল, ফারুকসহ আরও কয়েকজন জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে নাগেশ্বরী নদীর ধারের জন মানুষহীন গহীন জঙ্গলে একদল শিশু ফল খেতে গেলে তাদের চোখে পড়ে মরদেহটি। এতে তারা ভয় পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে এলাকাবাসীর নজরে আসে। পরে তারা স্থানীয় থানা পুলিশকে অবগত করে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক নাহিদ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলের পাশ থেকে এক জোড়া সেন্ডেল, একটি ঘামছা ও ব্ল্যাড উদ্ধার করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আহাম্মদ জানান, “মরদেহটি আংশিক পচে গেছে। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।