গাজীপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

- আপডেট সময় : ০৬:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১৭৬ বার পড়া হয়েছে
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগরীতে সংঘটিত একটি পরিকল্পিত ডাকাতির ঘটনায় তিনজন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে জিএমপি গাছা থানা পুলিশ। গত সোমবার (২৩ জুন) রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, গাছা থানার ঈশ্বড্ডা এলাকার ‘আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’-এ একদল ডাকাত প্রবেশ করে।এ সময় সংঘবদ্ধ এই ডাকাত দলের সদস্যরা কারখানা থেকে প্রায় ১০ লাখ ৩ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতি হওয়া মালামালের মধ্যে ছিল প্লাস্টিক কাঁচামাল (১১৩ ব্যাগ), ৪০টি ডাইস, আইপিএস, ব্যাটারি, স্ট্যান্ড ফ্যান, গ্রাইন্ডিং মেশিন, নগদ অর্থ, মোবাইল ফোন, ৫ ঘোড়ার মোটর, সিসি ক্যামেরার হার্ডডিস্ক, ডিভাইস ও বিভিন্ন যন্ত্রপাতি। পরে প্লাস্টিক কোম্পানির মালিক বাদী হয়ে গাছা থানায় ডাকাতির মামলা দায়ের করে। তাৎক্ষণিকভাবে পুলিশ এঘটনায় তদন্ত কার্য্য শুরু করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) ও গাছা জোনের সহকারী পুলিশ কমিশনারের নির্দেশনায়, ওসি মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুকান্ত কুমার পাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক অভিযান পরিচালনা করে। অভিযানে গাছা জাঝর এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার, হেসকো ব্লেডসহ হাতল, সিজার, টেস্টার, সেলাই রেঞ্চ ও ৬টি ঢালিসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— হবিগঞ্জের চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মোঃ কাউছার মিয়া(৩৫), বর্তমানে সে গাজীপুরের গাছা থানার নতুন বাজার এলাকায় থাকে। ময়মনসিংহের ত্রিশাল থানার চমদাখালি গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব(২৫), বর্তমানে সে গাছা থানার মুন্সি মার্কেট এলাকায় থাকতো এবং গাজীপুর সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)। তাদের বিরুদ্ধে গাজীপুর ও আশপাশের থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এরা তিনজনই পেশাদার অপরাধী এবং একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
এসংক্রান্তে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।