ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধারা বিশ্ববিদ্যালয় কলেজের গভ‌র্নিং ব‌ডি নির্বাচন অনুষ্ঠিত

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ২৮৪ বার পড়া হয়েছে

হুমায়ূন ক‌বির, হালুয়াঘাট প্রতি‌নি‌ধি

হালুয়াঘাট উপজেলার ধারা বিশ্ববিদ্যালয় কলে‌জে সোমবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দি‌য়ে অনুষ্ঠীত হয়ে‌ছে শিক্ষক প্র‌তিনি‌ধি ও অভিভাবক প্র‌তি‌নি‌ধি নির্বাচন। সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির‌বিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ‌ নির্বাচ‌নে প্রধান নির্বাচন ক‌মিশনা‌রের দা‌য়িত্ব পালন ক‌রেন ধারা বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জের অধ‌্যক্ষ তৌফিকুর রহমান এবং প্রিজাইডিং অফিসা‌র হিসা‌বে দায়িত্ব পালন ক‌রেন উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার জনাব সাইফুল ইসলাম। পুরুষ শিক্ষক প্র‌তি‌নি‌ধি হিসে‌বে দুইজ‌নের অধিক মন‌োনয়ন ফরম ক্রয় না করায় আসাদুজ্জামান আকন্দ ও এহসানুল ক‌রিম বিনা প্র‌তিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ম‌হিলা শিক্ষক প্র‌তিনি‌ধি নির্বাচ‌নে লায়লা ইয়াসমিন ও শাহনাজ বেগম প্র‌তিদ্ব‌ন্দ্বিতা করেন । এ‌তে শাহনাজ বেগম ৩৯ ভোট পে‌য়ে নির্বাচিত হন এবং লায়লা ইয়াসমিন পে‌য়ে‌ছেন ২১ ভোট।

অভিভাবক প্র‌তি‌নি‌ধি নির্বাচনে ম‌োট ৪ জন প্রার্থী প্র‌তিদ্ব‌ন্দ্বিতা ক‌রেন। এ‌তে ম‌জিবর রহমান ছাতা প্র‌তীকে ৩৮৩ ভোট , আবুল কালাম কলস প্র‌তীকে ৩৪৮ ভোট এবং আব্দুল হা‌মিদ মোরগ প্র‌তীকে ২৯৮ ভোট পে‌য়ে নির্বা‌চিত হন।

‌শিক্ষক , অ‌ভিভাবক ও সাধারণ জনগ‌ণের প্রাণবন্ত উপ‌স্থি‌তিতে কলেজ প্রাঙ্গণে এক উৎসব ও আনন্দমুখর প‌রিবেশ বিরাজ করে। সব‌শে‌ষে ধারা‌ বিশ্ব‌বিদ‌্যালয় কলে‌জের অধ্যক্ষ জনাব তৌফিকুর রহমান বিজয়ী সকল‌কে অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা জানান এবং অত্র প্রতিষ্ঠা‌নের উন্নয়‌নে সক‌লের সা‌র্বিক সহ‌যো‌গিতা কামনা ক‌রেন ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধারা বিশ্ববিদ্যালয় কলেজের গভ‌র্নিং ব‌ডি নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

হুমায়ূন ক‌বির, হালুয়াঘাট প্রতি‌নি‌ধি

হালুয়াঘাট উপজেলার ধারা বিশ্ববিদ্যালয় কলে‌জে সোমবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দি‌য়ে অনুষ্ঠীত হয়ে‌ছে শিক্ষক প্র‌তিনি‌ধি ও অভিভাবক প্র‌তি‌নি‌ধি নির্বাচন। সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির‌বিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ‌ নির্বাচ‌নে প্রধান নির্বাচন ক‌মিশনা‌রের দা‌য়িত্ব পালন ক‌রেন ধারা বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জের অধ‌্যক্ষ তৌফিকুর রহমান এবং প্রিজাইডিং অফিসা‌র হিসা‌বে দায়িত্ব পালন ক‌রেন উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার জনাব সাইফুল ইসলাম। পুরুষ শিক্ষক প্র‌তি‌নি‌ধি হিসে‌বে দুইজ‌নের অধিক মন‌োনয়ন ফরম ক্রয় না করায় আসাদুজ্জামান আকন্দ ও এহসানুল ক‌রিম বিনা প্র‌তিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ম‌হিলা শিক্ষক প্র‌তিনি‌ধি নির্বাচ‌নে লায়লা ইয়াসমিন ও শাহনাজ বেগম প্র‌তিদ্ব‌ন্দ্বিতা করেন । এ‌তে শাহনাজ বেগম ৩৯ ভোট পে‌য়ে নির্বাচিত হন এবং লায়লা ইয়াসমিন পে‌য়ে‌ছেন ২১ ভোট।

অভিভাবক প্র‌তি‌নি‌ধি নির্বাচনে ম‌োট ৪ জন প্রার্থী প্র‌তিদ্ব‌ন্দ্বিতা ক‌রেন। এ‌তে ম‌জিবর রহমান ছাতা প্র‌তীকে ৩৮৩ ভোট , আবুল কালাম কলস প্র‌তীকে ৩৪৮ ভোট এবং আব্দুল হা‌মিদ মোরগ প্র‌তীকে ২৯৮ ভোট পে‌য়ে নির্বা‌চিত হন।

‌শিক্ষক , অ‌ভিভাবক ও সাধারণ জনগ‌ণের প্রাণবন্ত উপ‌স্থি‌তিতে কলেজ প্রাঙ্গণে এক উৎসব ও আনন্দমুখর প‌রিবেশ বিরাজ করে। সব‌শে‌ষে ধারা‌ বিশ্ব‌বিদ‌্যালয় কলে‌জের অধ্যক্ষ জনাব তৌফিকুর রহমান বিজয়ী সকল‌কে অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা জানান এবং অত্র প্রতিষ্ঠা‌নের উন্নয়‌নে সক‌লের সা‌র্বিক সহ‌যো‌গিতা কামনা ক‌রেন ।