ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’

- আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাগান প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৫ এর ফাইনাল খেলায় জুনিয়র টাইগার চ্যাম্পিয়ন হয়েছে। ক্রেজি থান্ডার্স বনাম জুনিয়ার টাইগারের মধ্যে খেলা শুরু হয় বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে। টসে জিতে ব্যাট করতে নেমে জুনিয়ার টাইগার নির্ধারিত ১২ ওভারে ৫ ইউকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। ১৬৯ রানের টার্গেটে মাঠে নেমে ১০ ইউকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে ক্রেজি থান্ডার্স। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খেলা উদ্বোধন করেন যুবদলনেতা মোঃ নিয়াজ মাহমুদ।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা দলিল লিখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোকন সরকার, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম জোবায়ের হোসাইন, যুবদল নেতা মোঃ আবু সাঈদ, বিএনপিনেতা মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ রাজিব মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব আলম বুলবুল, ইউনিক ডায়াগনেস্টিক সেন্টারের পরিচালক মোঃ ইয়ামিন মন্ডল, মোঃ এনামুল হক (ইতালি প্রবাসী), কনস্ট্রাকশন, বিল্ডিং এসোসিয়েশন ঢাকার ডিরেক্টর মোঃ এম.এন ইসলাম আরাফাত, লীগ পরিচালনা কমিটির মাজহারুল ইসলাম ও ইমরান হোসেন অপু প্রমূখ।