ভাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৯৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার
মোঃ মিজানুর রহমান।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ,পুলিশ প্রশাসন ,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম ও অন্যান্য পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।
সভায় এলাকার বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ,ইভটিজিং, যানজট ,জলাবদ্ধতা ,শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইউএনও মোঃ মিজানুর রহমান সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনস্বার্থে প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন ,ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া,ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকিবুজ্জামান, ডাক্তার গোপাল দেব, ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাসেন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন, ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, এসআই হাবিবুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সমন্বিত মাসিক সভা নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে স্থানীয় সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি জনগণের সেবার মানও আরও বৃদ্ধি পাবে।