সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ
শরিফুল রোমান, মুকসুদপুর
- আপডেট সময় : ০৮:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে
শরিফুল রোমান, মুকসুদপুর,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে দিনমজুর ও হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃআব্দুল জব্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃশাহাদৎ হোসেন মোল্লা, উপজেলা আইসিটি অফিসার মোঃ আঃ বাতেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আঃ কাইয়ুম শরীফ, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।