ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে অস্থায়ী হকার্স মার্কেট ও স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে টাস্কফোর্স বাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, র‌্যাব-১৪ সদর দফতরের ডিএডি রফিক, আনসার ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযানে স্টেশন রোডের হকার্স মার্কেটের প্রায় দেড়শ দোকান উচ্ছেদ করা হয়। তবে দোকানিদের অভিযোগ, মাত্র ১০ মাস আগে প্রশাসনই তাদেরকে এখানে দোকান বসানোর অনুমতি দিয়েছিল। নগরীর প্রধান সড়ক স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতে অবৈধ দোকান ও হকারদের কারণে পথচারীদের চলাচলে বাধা এবং যানজট সৃষ্টি হচ্ছিল। এ কারণেই এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

আপডেট সময় : ০৮:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ

যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে অস্থায়ী হকার্স মার্কেট ও স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে টাস্কফোর্স বাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, র‌্যাব-১৪ সদর দফতরের ডিএডি রফিক, আনসার ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযানে স্টেশন রোডের হকার্স মার্কেটের প্রায় দেড়শ দোকান উচ্ছেদ করা হয়। তবে দোকানিদের অভিযোগ, মাত্র ১০ মাস আগে প্রশাসনই তাদেরকে এখানে দোকান বসানোর অনুমতি দিয়েছিল। নগরীর প্রধান সড়ক স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতে অবৈধ দোকান ও হকারদের কারণে পথচারীদের চলাচলে বাধা এবং যানজট সৃষ্টি হচ্ছিল। এ কারণেই এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।