সংবাদ শিরোনাম ::
কাশিমপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা গ্রেফতার

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরীর ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফরিদ ও ১নং ওয়ার্ড নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য তৌহিদুল ইসলাম তুহিন দ্বয়কে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। গত রবিবার(১৭ আগষ্ট) রাতে তাদেরকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মনিরুজ্জামান।
জানা যায়, মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের মাধবপুর মোল্লা চত্বরের আঞ্চলিক সড়কের পাশে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ সেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ ও ছাত্রলীগ নেতা তুহিনকে গ্রেফতার করে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে খুন হওয়া একটি হত্যা মামলাসহ সন্ত্রাস বিরোধী আইনের আরেকটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, গতরাতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করার পর আদালতে পাঠানো হয়েছে।