“দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই”

- আপডেট সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৮ বার পড়া হয়েছে
আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি
দেশে বেকারত্ব দূরীকরণ সহ সাত দফা দাবিতে পঞ্চগড়ে যুব অধিকার পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই” এই প্রতিবাদ্যকে সামনে রেখে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
প্রায় ঘন্টাখানিকের এই কর্মসূচীতে এসময় দেশে বেকারত্বের মহামারি নিরসন, চাহিদা ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন, আবেদন ফি-ঘুষ-প্রভাবশালীর রেফারেন্স- জামানত বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা ও বৈষম্য দূর করণ সহ সাত দফা দাবি উপস্থাপন করে অন্তবর্তীকালীন সরকারের কাছে তা বাস্তবায়নের দাবিতে দাবি তুলেন বক্তারা।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আফতাব হোসেন, যুগ্ন আহব্বায়ক মুনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাহেদ আলী। এতে যুব অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার প্রায় অর্ধশতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।