ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২য় তলা ভবন থেকে পড়ে মৃত্যু

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৮২ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার ধামইরহাটে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম মাছুম হোসেন (১৭), তিনি ধামইরহাট সরকারি এম এম কলেজের মানবিক বিভাগের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট পৌরসভার হাটখোলা এলাকায় এক ভবনের নির্মাণকাজে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন মাছুম হোসেন। কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাৎক্ষণিকভাবে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাছুম হোসেন ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের বাসিন্দা। তার পিতা সাখাওয়াত হোসেন একজন কৃষক। মাছুম ছিলেন পরিবারের ছোট ছেলে এবং তার বড় বোন থাকায় পরিবারের অর্থনৈতিক সহায়তায় অংশ নিতে রাজমিস্ত্রির কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব ভাগাভাগি করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি তাকে জীবন থেকে ছিনিয়ে নিয়েছে।

মাছুমের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ধামইরহাট সরকারি এম এম কলেজের শিক্ষকরাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা জানান, মাছুম ছিল একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার অকাল মৃত্যুতে কলেজের পরিবেশে শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে একটি তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনায় এলাকায় বিদ্যুৎ লাইন এবং নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

মাছুমের মৃত্যুতে এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা যাচ্ছে। তারা দাবি করছেন, নির্মাণকাজে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে এমন আরও দুর্ঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২য় তলা ভবন থেকে পড়ে মৃত্যু

আপডেট সময় : ০২:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার ধামইরহাটে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম মাছুম হোসেন (১৭), তিনি ধামইরহাট সরকারি এম এম কলেজের মানবিক বিভাগের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধামইরহাট পৌরসভার হাটখোলা এলাকায় এক ভবনের নির্মাণকাজে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন মাছুম হোসেন। কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাৎক্ষণিকভাবে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাছুম হোসেন ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের বাসিন্দা। তার পিতা সাখাওয়াত হোসেন একজন কৃষক। মাছুম ছিলেন পরিবারের ছোট ছেলে এবং তার বড় বোন থাকায় পরিবারের অর্থনৈতিক সহায়তায় অংশ নিতে রাজমিস্ত্রির কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব ভাগাভাগি করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি তাকে জীবন থেকে ছিনিয়ে নিয়েছে।

মাছুমের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ধামইরহাট সরকারি এম এম কলেজের শিক্ষকরাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা জানান, মাছুম ছিল একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার অকাল মৃত্যুতে কলেজের পরিবেশে শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে একটি তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনায় এলাকায় বিদ্যুৎ লাইন এবং নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

মাছুমের মৃত্যুতে এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা যাচ্ছে। তারা দাবি করছেন, নির্মাণকাজে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে এমন আরও দুর্ঘটনা ঘটতে পারে।