দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র্যালি

- আপডেট সময় : ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর
রাজশাহী দুর্গাপুরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে ও দূর্গাপুর কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। আজ (১৬ আগস্ট) শনিবার দিনব্যাপি এ দিবস পালিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে দূর্গাপুর কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গন হতে সকাল সাড়ে ১১ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে একত্রিত হয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বাবু সুনীল চন্দ্র প্রামানিক এর সভাপতিত্বে ও বাবু স্বপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু মহেশ চন্দ্র সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুপস্থিতির কারনে তার সুযোগ্য পুত্র অলিফ উপস্থিত ছিলেন।উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজ মন্ডল, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য কল্যান ফান্ডের সভাপতি উৎপল সরকার ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার, সহ-সভাপতি মনোরঞ্জন মন্ডল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিনয় সরকার, সংরক্ষিত সাবেক পৌর মহিলা কমিশানার রেবা রানী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তারকনাথ মজুমদার, বাবু পরমেশ চন্দ্র সরকার, পরিতোষ মন্ডল, কমল প্রামাণিক, বিরেন্দ্রনাথ সরকার, ব্রজেশ্বর বাবু, নকুল চন্দ্র মন্ডলসহ প্রমুখ। এছাড়াও দুর্গাপুরে কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।