ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নারীর

উখিয়ায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার: আতঙ্কের পর নিরাপদে অবমুক্তির প্রস্তুতি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৬২ বার পড়া হয়েছে

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

কক্সবাজারের উখিয়ায় আবারও উদ্ধার করা হলো বিরল প্রজাতির এক বিশাল বার্মিজ অজগর। প্রায় ২৫ কেজি ওজন ও ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দৌছড়ি বিটের নাপিতপাড়া এলাকার আবদুর রহিমের বাড়ি থেকে উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আবদুর রহিমের বাড়ির পাশের একটি আমগাছে সাপটি চোখে পড়ে। এক নারী প্রথমে দেখতে পেয়ে চিৎকার দিলে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষজন আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। পরে খবর পেয়ে বন বিভাগের দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করি। এটি বার্মিজ প্রজাতির অজগর, যার ওজন প্রায় ২৫ কেজি ও দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এ ধরনের সাপ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। শিগগিরই সেটিকে প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন (রবিবার) রাত ২টার দিকে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে ১৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের আরও একটি বার্মিজ অজগর উদ্ধার করেছিল বন বিভাগ। পরদিন সেটি দৌছড়ি রিজার্ভ বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা অজগরটি দেখে ভয়ে আতঙ্কিত হলেও বিশেষজ্ঞরা বলছেন, বার্মিজ অজগর মানুষের জন্য সরাসরি ক্ষতিকর নয়। বরং এরা বনাঞ্চলের বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্য প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে এ ধরনের সাপ এখন প্রায়ই লোকালয়ে প্রবেশ করছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, অজগরের মতো বড় আকারের বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে হবে। এতে সাপ কিংবা মানুষের উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার: আতঙ্কের পর নিরাপদে অবমুক্তির প্রস্তুতি

আপডেট সময় : ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

কক্সবাজারের উখিয়ায় আবারও উদ্ধার করা হলো বিরল প্রজাতির এক বিশাল বার্মিজ অজগর। প্রায় ২৫ কেজি ওজন ও ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দৌছড়ি বিটের নাপিতপাড়া এলাকার আবদুর রহিমের বাড়ি থেকে উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আবদুর রহিমের বাড়ির পাশের একটি আমগাছে সাপটি চোখে পড়ে। এক নারী প্রথমে দেখতে পেয়ে চিৎকার দিলে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষজন আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। পরে খবর পেয়ে বন বিভাগের দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করি। এটি বার্মিজ প্রজাতির অজগর, যার ওজন প্রায় ২৫ কেজি ও দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এ ধরনের সাপ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। শিগগিরই সেটিকে প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন (রবিবার) রাত ২টার দিকে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে ১৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের আরও একটি বার্মিজ অজগর উদ্ধার করেছিল বন বিভাগ। পরদিন সেটি দৌছড়ি রিজার্ভ বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা অজগরটি দেখে ভয়ে আতঙ্কিত হলেও বিশেষজ্ঞরা বলছেন, বার্মিজ অজগর মানুষের জন্য সরাসরি ক্ষতিকর নয়। বরং এরা বনাঞ্চলের বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্য প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে এ ধরনের সাপ এখন প্রায়ই লোকালয়ে প্রবেশ করছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, অজগরের মতো বড় আকারের বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে হবে। এতে সাপ কিংবা মানুষের উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।